মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 18, 2025 8:00 PM

printer

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিণী অমরাসুরিয়া ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিণী অমরাসুরিয়া ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল নতুন দিল্লিতে এক বিশ্ব সম্মেলনের ভাষণে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক আরো শক্তিশালী করার গুরুত্বের উপর জোর দিয়েছেন।

দুই দেশের মধ্যে ৩৭ বছরের পুরনো মুক্ত বাণিজ্য চুক্তির আধুনিকীকরণ, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানিকে কেন্দ্র করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রগুলি তুলে ধরেন তিনি। সাম্প্রতিক সময়ের বহুমাত্রিক বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের ক্রমাগত আলোচনা আসলে বৃদ্ধি এবং সহনশীলতার বিষয়ে যৌথ উদ্যোগের প্রতিফলন বলেও উল্লেখ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিণী অমরাসুরিয়া।