September 26, 2025 10:58 AM

printer

শ্রীলঙ্কার কলম্বোতে SAFF অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত, নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছে

শ্রীলঙ্কার কলম্বোতে SAFF অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত, নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছে। আগামীকাল, ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। খেলার ৬১ মিনিটে ওয়াংখেইরাকপাম গুনলেইবা গোল করে দলকে এগিয়ে দেন।এরপর ৮০ মিনিটে বদলি খেলোয়াড় আজলান শাহ এবং অতিরিক্ত সময়ে ডায়মন্ড সিং থোকচোম গোল করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।