শ্রীলঙ্কায় অপারেশন সাগর বন্ধু সম্পন্ন করার পর ভারতীয় বিমান বাহিনীর নাইটস হেলিকপ্টার ইউনিট তিরুবনন্তপুরমে ফিরে এসেছে।
সাদার্ন এয়ার কমান্ডের 109 হেলিকপ্টার ইউনিট, যা নাইটস নামে পরিচিত, শ্রীলঙ্কায় সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার অভিযান পরিচালনার জন্য মোতায়েন করা হয়েছিল। Mi-17 V5 হেলিকপ্টার ব্যবহার করে বন্যা কবলিত এবং ভূমিধসপ্রবণ অঞ্চলে আটকে পড়া অসামরিক নাগরিকদের উদ্ধার করা হয়। উদ্ধার কাজের পাশাপাশি, ইউনিটটি খাদ্য, জল এবং ওষুধ সহ প্রয়োজনীয় ত্রাণ ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছে দেয়। হেলিকপ্টারগুলি দশ দিনের মধ্যে প্রায় ১০০টি অভিযান পরিচালনা করেছে, যা মানবিক ত্রাণ প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।