July 21, 2025 11:31 AM

printer

শ্রাবণ মাসের কানওয়ার উৎসবের শেষ পর্যায়ে বিপুল সংখ্যক তীর্থযাত্রী হরিদ্বারে পৌঁছেছেন।

শ্রাবণ মাসের কানওয়ার উৎসবের শেষ পর্যায়ে বিপুল সংখ্যক তীর্থযাত্রী হরিদ্বারে পৌঁছেছেন। মহাদেবের উদ্দেশ্যে পবিত্র গঙ্গাজল নিবেদনের জন্য ভক্তদের ভিড়ে শহর উপচে পড়ছে। শহরের রাস্তা থেকে হর কি পৌরি পর্যন্ত সম্পূর্ণ এলাকা ভক্ত এবং যানবাহনে পরিপূর্ণ। হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, দিল্লি এবং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে তীর্থযাত্রীরা আসছেন। হর কি পৌরিতে গঙ্গাজল সংগ্রহে ভক্তদের ভিড়ে ঠিক ঠিক করছে। এখন পর্যন্ত, আড়াই কোটিরও বেশি শিবভক্ত ইতিমধ্যেই জল সিঞ্চন সমাপ্ত করেছেন।