শ্রম কোড বাতিল, কর্মসংস্থান, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ ১৭ দফা দাবিতে শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশনগুলি আগামীকাল বুধবার, দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। SFI, আইসা, AISF, ও PSU সহ বামপন্থী ৫ টি ছাত্র সংগঠন এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে। সামিল হচ্ছে বিভিন্ন ব্যাঙ্কের শ্রমিক সংগঠনগুলি।
এর প্রেক্ষিতে রাজ্য সরকার, আগামীকাল সব সরকারি ও আধা সরকারি দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করেছে।
অর্থ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব কর্মী ঐদিন অনুপস্থিত থাকবেন তাদের একদিনের বেতন কাটা যাবে। তার কর্মজীবন থেকেও ওই দিনটি বাদ পড়বে। কোনও কর্মী ঐদিন অনুপস্থিত থাকলে তাঁকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হবে। সন্তোষজনক উত্তর এবং যথাযথ নথি দেখাতে না পারলে তাঁর ছুটি মঞ্জুর করা হবে না। শোকজ নোটিসের জবাব না-দিলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা হবে। তবে কেউ হাসপাতালে ভর্তি থাকলে বা তাঁর পরিবারের কারো মৃত্যু হলে, আটই জুলাই-এর আগে গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে কিংবা মাতৃত্বকালীন ছুটি, চাইল্ড কেয়ার এবং আর্নড লিভে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য নয়।
কলকাতা শহর ও শহরতলি অঞ্চলে পরিবহন ব্যবস্থা সচল রাখতে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম-WBTC প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বাতিল করা হয়েছে সমস্ত চালক, কন্ডাক্টর এবং অন্যান্য কর্মীদের ছুটি।