শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া বলেছেন, দেশে সম্প্রতি কার্যকর হওয়া নতুন চারটি শ্রম কোড শ্রমিক ও কর্মচারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। নতুনদিল্লিতে গতকাল, শ্রম ও কর্মসংস্থান শীর্ষ সম্মেলন ২০২৫-এ ভাষণ দিতে গিয়ে শ্রী মান্ডভিয়া পূর্বতন শ্রম আইনকে একপেশে বলে চিহ্নিত করে বলেন, এই আইন কখনোই শ্রমিকদের কল্যাণ সূচিত করেনি।
মন্ত্রী বলেন, নতুন শ্রম কোডের আওতায় চুক্তিভিত্তিক কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের আওতায় আনা হয়েছে। মহিলাদের রাতে কাজ করার ক্ষেত্রে সবরকমের সংস্থান এই আইনে রয়েছে। তাঁদের সমানাধিকার ও সমান আয়ের দিকটিও সুনিশ্চিত করা হয়েছে।