December 8, 2025 11:54 AM

printer

শীত বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হচ্ছে লেহ মানালি জাতীয় সড়ক

শীত বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হচ্ছে লেহ মানালি জাতীয় সড়ক। জন সাধারণের জন্য  লাদাখ পুলিশের জারি করা একটি বিজ্ঞপ্তি সূত্রে খবর, ৪২৮ কিমি এই রাস্তায় আজ থেকে বন্ধ থাকবে সমস্ত রকম গাড়ি চলাচল। এই সড়কে থাকা চারটি গিরিপথ থেকে তুষার সরে যাওয়ার পর পরের বছর এটি পরিবহণের জন্য খুলবে। প্রতি বছর নভেম্বরের তৃতীয় সপ্তাহে এই সড়ক বন্ধ হয়। এবছর কিছু দিন বেশি সময়ের জন্য খোলা ছিল লেহ মানালি জাতীয় সড়ক।