মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 19, 2025 9:29 PM

printer

শিয়ালদা ডিভিশনের রানাঘাট স্টেশনে নন-ইন্টারলকিং-এর কাজের জন্য আজ রাত ১১-টা থেকে আগামীকাল রাত ১১-টা ৫৯ মিনিট পর্যন্ত স্বাভাবিক পরিষেবা ব্যাহত হবে।

শিয়ালদা ডিভিশনের রানাঘাট স্টেশনে নন-ইন্টারলকিং-এর কাজের জন্য আজ রাত ১১-টা থেকে আগামীকাল রাত ১১-টা ৫৯ মিনিট পর্যন্ত স্বাভাবিক পরিষেবা ব্যাহত হবে। আগামীকাল রানাঘাট – শান্তিপুর-এর মধ্যে ৩ জোড়া ও রানাঘাট – কৃষ্ণনগরের মধ্যে ২ জোড়া EMU লোকাল বাতিল থাকবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।