শিশুদের মধ্যে ডায়বেটিস রোগ প্রতিরোধে উল্লেখযোগ্য কাজ করায় আন্তর্জাতিক স্তরে সম্বর্ধিত হয়েছে পশ্চিমবঙ্গ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এক্স হ্যান্ডেলে এ’কথা জানান। টাইপ-ওয়ান ডায়বেটিসের সঙ্গে মোকাবিলার জন্য পশ্চিমবঙ্গের তৈরী মডেল, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডায়বেটিস-এর স্বীকৃতী পেয়েছে। এই সম্মান বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের এক বিরাট পদক্ষেপ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি চিকিৎসক ছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কর্মী আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন।