শিল্প নেতারা ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন। ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল ইন্ডিয়া, EEPC ইন্ডিয়া ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে যে, ব্রিটেনে ভারতের ইঞ্জিনিয়ারিং সামগ্রিক রপ্তানি বেড়ে ৪ দশমিক ০১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
বনিক সংঘ (ফিকি) জানিয়েছে যে এই চুক্তি কৃষি, ওষুধ, পরিষেবা, গাড়ির যন্ত্রাংশ এবং আরও অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্য সুযোগের সৃষ্টি করবে।
ভারতীয় শিল্প সংঘ (সিআইআই) এই চুক্তির প্রশংসা করে বলেছে যে, এফটিএ দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন যুগের সূচনা করছে।