December 30, 2025 8:40 PM

printer

শিক্ষা মন্ত্রক, যুবা সাহিত্যিকদের প্রশিক্ষিত করার প্রকল্প ‘PM যুবা’র তৃতীয় পর্বের প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেছে

শিক্ষা মন্ত্রক, যুবা সাহিত্যিকদের প্রশিক্ষিত করার প্রকল্প ‘PM যুবা’র তৃতীয় পর্বের প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেছে। এই পর্বে ২২ টি ভারতীয় ভাষা এবং ইংরেজীতে ৪৩টি প্রস্তাবিত বই-কে বেছে নেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, বিশিষ্ট সাহিত্যিকদের অধীনে ৬’মাসের প্রশিক্ষণের পর এগুলি বই হিসেবে তৈরী করা হবে।

নির্বাচিত প্রত্যেক যুবা সাহিত্যিক মাসিক ৫০ হাজার টাকা করে বৃত্তি পাবেন এবং বইগুলি ছাপা হলে আজীবন রয়্যালটির ১০ শতাংশ তাঁদের প্রাপ্য হবে। নতুন প্রজন্মের লেখক হিসেবে দেশের সাহিত্য ও ভাবনা স্বদেশে, বিদেশে তুলে ধরার জন্য তাঁদের প্রস্তুত করাই এই উদ্যোগের লক্ষ্য।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।