শিক্ষার্থীদের পুষ্টি ও শিক্ষার মানোন্নয়নে রাজ্য সরকার প্রতিটি জেলায় ৩০টি করে নির্বাচিত স্কুলে মিড ডে মিল প্রকল্পে বিশেষ নজরদারি ও যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি জেলাশাসকদের পাঠানো নির্দেশিকায়, মিড-ডে মিল প্রকল্প পরিচালক জানিয়েছেন, দ্রুতই এমন স্কুল চিহ্নিত করতে হবে, যেখানে বিশেষ হস্তক্ষেপ দরকার। পিছিয়ে পড়া এলাকা, সামাজিক-অর্থনৈতিক কারণ, মধ্যাহ্নভোজন প্রকল্প বাস্তবায়নে জটিলতা বা অন্য কোনও প্রয়োজনীয় মানদণ্ডের ভিত্তিতে, ব্লক আধিকারিক এবং স্কুল পরিদর্শকদের সঙ্গে পরামর্শ করে প্রতিটি জেলার তালিকা তৈরি করতে হবে। উল্লেখ করতে হবে, প্রতিটি স্কুল নির্বাচনের কারণ।
দফতর সূত্রে খবর, নির্বাচিত স্কুলগুলির জন্য পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি রান্নার জরুরি জিনিসপত্র যেমন হাঁড়ি-বাসন দ্রুত সরবরাহের দিকেও নজর দেওয়া হচ্ছে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) ফান্ড থেকেও অর্থ সংগ্রহের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।