মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 31, 2024 9:44 PM

printer

শিক্ষানবিশ আই এ এস অফিসার হিসেবে পুজা খেড়করের নির্বাচন ইউপিএসসি বাতিল করে দিয়েছে।

শিক্ষানবিশ আই এ এস অফিসার হিসেবে পুজা খেড়করের নির্বাচন ইউপিএসসি বাতিল করে দিয়েছে। ভুয়ো পরিচয় দিয়ে অনুমোদিত সংখ্যার চেয়ে বেশীবার সিভিল সার্ভিস পরীক্ষায় বসার অভিযোগ প্রমাণিত হওয়ায় সারা জীবন ইউপিএসসির প্রবেশিকা পরীক্ষায় আর বসতে পারবেন না তিনি ।

এ ব্যাপারে জবাব দেওয়ার জন্য ৩৪ বছর বয়সী পুজাকে ২৫ শে জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তিনি ৮ই আগষ্ট পর্যন্ত সময় চাওয়ায় ইউপিএসসি ৩০শে জুলাই পর্যন্ত সময় মঞ্জুর করে। যদিও এরপর আর কোনো সময় দেওয়া বা বাড়ানো হবে না বলে জানানো হয়েছিল।

এদিকে, পুজা খেড়কারের ঘটনা প্রকাশ্যে আসার পরই ইউ পি এস সির প্যানেল ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে পাসশ হওয়া ১৫ হাজারের বেশী পরীক্ষার্থীর তথ্য যাচাই করে দেখে। যদিও পুজা ব্যতীত আর কেউ সি এস ই-র নিয়মভঙ্গ করে পরীক্ষা দিয়েছে বলে প্রমাণ মেলেনি।