মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 6, 2025 9:07 AM

printer

শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে মাধ্যমিক ও উচ্চ্-মাধ্যমিকস্তরে শিক্ষকদের শূন্যপদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে SSC।

শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে মাধ্যমিক ও উচ্চ্-মাধ্যমিকস্তরে শিক্ষকদের শূন্যপদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। তালিকা অনুযায়ী মোট শূন্যপদের সংখ্যা ৩৫ হাজার ৭২৬। এর মধ্যে নবম-দশম স্তরে ২৩ হাজার ২১২ এবং উচ্চ-মাধ্যমিক স্তরে ১২ হাজার ৫১৪-টি শূন্য পদ রয়েছে। মাধ্যমিকস্তরে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে ভৌতবিজ্ঞান এবং উচ্চ-মাধ্যমিকস্তরে রাষ্ট্রবিজ্ঞানে।

মাধ্যমিকস্তরে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হবে আগামীকাল এবং উচ্চ-মাধ্যমিকস্তরে আগামী রবিবার ১৪-ই সেপ্টেম্বর।

এস এস সি সূত্রে জানা গেছে, আগামীকাল ৩ লক্ষ ১৯ হাজারের মতো পরীক্ষার্থী ৬৩৬-টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন। পরীক্ষা শুরু হবে বেলা ১২-টায়, চলবে দেড়ঘণ্টা। তবে, পরীক্ষার্থীদের সকাল ১০-টার মধ্যে সেন্টারে ঢুকতে হবে।

পরীক্ষা কেন্দ্রগুলিতে বেশকিছু বিধিনিষেধ বলবৎ করা হচ্ছে। পরীক্ষার্থীরা স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, মোবাইলফোন নিয়ে ঢুকতে পারবেন না। জলের বোতল এবং অ্যাডমিট কার্ড সহ প্রয়োজনীয় নথি যে ফোল্ডারে নেওয়া হবে, তাও হতে হবে স্বচ্ছ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবরকমের ব্যবস্হা নেওয়া হয়েছে। ৯ বছর পর স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগ পরীক্ষা হতে চলেছে।

২০১৬-র ২৭-শে নভেম্বর নবম – দশম ও চৌঠা ডিসেম্বর একাদশ – দ্বাদশের নিয়োগ পরীক্ষা হয়েছিল।