শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিন বছরের বেশি সময় বন্দি থাকার পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি ঘটতে চলেছে। সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছেন। আদালতের নথি মুখ্য বিচারবিভাগীয় আধিকারিকের কাছে পৌঁছনোর পরই তার জেলমুক্তি হতে পারে।
উল্লেখ্য, পুজোর ছুটির আগে কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বিচারপতি শুভ্র ঘোষের নির্দেশে সি বি আই-এর মামলায় জামিন পেলেও সুপ্রিম কোর্টের মত অনুযায়ী নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জেলমুক্তি আটকে ছিল। অবশেষ আলিপুর আদালতে বিচারাধীন এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। নানা শারীরিক সমস্যায় জর্জিত পার্থ চট্টোপাধ্যায় আজ কলকাতার একটি বে-সরকারী হাসপাতাল থেকে ভার্চুয়ারী শুনানিতে অংশ নেন। আজকের নির্দেশের পর পদ্ধতিগত আইনী প্রক্রিয়া শেষ হলেই বাড়ি ফিরতে পারবেন তিনি।
প্রসঙ্গত ২০২২ সালের ২৩-শে জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কাটি টাকায় চাকরি বিক্রির অভিযোগে ইডি তাকে গ্রেফতার করে। সেই মামলায় আগেই শীর্ষ আদালতে জামিন পেয়েছিলেন তিনি। তবে, সিবিআই-এর মামলা চলতে থাকায় তিনি ছাড়া পাননি।
এদিকে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট সন্তু গঙ্গোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতিতে তিনি এজেন্ট হিসাবে কাজ করতেন বলে অভিযোগ। একাধিক চাকরী প্রার্থীর কাছ থেকে তিনি টাকাও নিয়েছিলেন বলে জানা গেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেন।