শিক্ষক নিয়োগ দুর্নীতিতে, CID –র মামলায় , কলকাতা হাইকোর্ট, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণ্ময় গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেছে। এর আগে ইডির দায়ের করা মামলাতেও জামিন পেয়েছিলেন তিনি। বিচারপতি শুভ্রা ঘোষ-এর এজলাসে আজ এই মামলার শুনানীতে কল্যাণময়ের আইনজীবি জানান, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সরকারী কর্মচারীদের বিরুদ্ধে এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয়নি রাজ্য সরকার। কিন্তু বিচারের নামে বছরের পর বছর কাউকে আটকে রাখাঁ যায় না। এরপরি তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি। তবে, CBI-এর মামলায় এখনো জেল হেফাজতে থাকায় এই মুহুর্তে তাঁর মুক্তি সম্ভব নয়।
এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের সময়সীমা ৩১ শে জুলাই থেকে বাড়িয়ে ৩১ শে আগষ্ট করেছে কলকাতা হাইকোর্ট। তবে, নিজস্ব থানা এলাকায় যে কোনো জায়গায় যাওয়ার জন্য সুজয় কৃষ্ণ হাইকোর্টে আবেদন জানালে বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, জামিন মামলার শুনানীর পরই এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মামলার পরবর্তী শুনানী ২১ শে আগষ্ট।