মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 26, 2025 10:03 PM

printer

শারোদত্সবের আমেজে মেতেছে বাংলা

আনুষ্ঠানিকভাবে তিথি অনুযায়ী দুর্গাপুজো শুরু না হলেও শারোদত্সবের আমেজে মেতেছে বাংলা। ভিড় এড়িয়ে ঠাকুর দেখার জন্য আজ সকাল থেকেই কলকাতামুখী দর্শণার্থীদের ঢল। বিকেল হতে না হতেই শহরের বিখ্যাত পুজো মন্ডপগুলিতে ভিড় বেড়েছে। আলোর মালায় সেজে উঠেছে মহানগরী।

এদিকে, কলকাতা পুলিশের উদ্যোগে আজ ৪২০ জন প্রবীণ মানুষ এবং ২৩০ জন বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েকে শহরের বিভিন্ন পুজো মন্ডপ ও প্রতিমা ঘুরে দেখানো হয়। ২২ টি বাসে পুজো দেখানোর পাশাপাশি নিখরচায় দিনভর খাওয়াদাওয়ারও আয়োজন করা হয়েছিল। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা যাত্রার শুরুতে সকলের সআথে শুভেচ্ছআ বিনিময় করেন। তাদের ফুল দিয়ে স্বাগতও জানান। কলকাতা পুলিশের এই উদ্যোগে খুশী প্রবীণ ও বিশেষভাবে সক্ষম মানুষরা।

অন্যদিকে, উত্তর ২৪ পরগণার বারাসাত-টাকি রোডে দমকা হাওয়ায় আজ একটি পুজো মন্ডপের ইলেক্ট্রিক তোরণ রাস্তার ওপর ভেঙে পড়ে। সাধারণ মানুষের কোনো বিপদ না হলেও একটি টোটো সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত। ঐ গেটটির খুঁটি ঠিকভাবে না পোঁতায় দমকা হাওয়ায় সেটি ভেঙে পড়ে বলে জানা গেছে। ইতোমধ্যেই পুলিশ প্যান্ডেল নির্মাণ সংস্থার একজনকে আটক করেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।