মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 9, 2024 1:56 PM

printer

শারদীয়া দুর্গোৎসবের আজ ষষ্ঠী , তিথি অনুযায়ী অবশ্য পঞ্চমী শেষ হয়ে ষষ্ঠী শুরু হয়ে যায় গতকালই

শারদীয়া দুর্গোৎসবের আজ ষষ্ঠী । তিথি অনুযায়ী অবশ্য পঞ্চমী শেষ হয়ে ষষ্ঠী শুরু হয়ে যায় গতকালই । আজ সকালে সপ্তমী তিথিও শুরু হয়ে যাচ্ছে।  গত   সন্ধ্যাতেই  অনেক জায়গাতেই হয় বোধন ।   আজ সকাল থেকে বেলুড় মঠ সহ বিভিন্ন  মণ্ডপে   শুরু হয়েছে কল্পারম্ভ। সন্ধ্যায় হবে  দেবীর আমন্ত্রণ ও অধিবাস।     

এদিকে আনুষ্ঠানিকভাবে পুজো শুরু না হলেও নামকরা  মন্ডপগুলিতে  উদ্বোধন হয়ে যাওয়ায় ফাঁকায় ফাঁকায় প্রতিমা দর্শনের জন্য গতকাল পঞ্চমীতেই ছিল নজর কাড়া   ভিড় । সেইসঙ্গে রাস্তাঘাট, বাস, মেট্রো এবং লোকাল ট্রেনেও ভিড় উপচে পড়ছে। আজ ও সকালেই অনেকে বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে।

জেলার নামকরা মন্ডপগুলিতে’ও প্রতিমা দর্শনার্থীদের ঢল নেমেছে।

অন্যদিকে গতকাল অনেক রাত পর্যন্ত শেষ মুহূর্তের কেনাকাটা চলে  দোকানে বাজারে।

এদিকে নবরাত্রির আজ সপ্তম দিন।