শহর কলকাতায় কোনো হোটেলে ৫০ শতাংশ রুফ টপ ব্যবহারের অনুমতি দেওয়া হবে বলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর সভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন। শহরে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে পুর ভবনে আজ মেয়র ফিরহাদ হাকিমের পৌর হিত্যে এক এক উচ্চপর্যায়ের বৈঠকে দমকল মন্ত্রী সুজিত বসু, বিপর্যয়ের মোকাবেলা দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ খান,পুর কমিশনার, পুলিশ কর্তা, পুরসভার উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর সাংবাদিকদের মেয়র ফিরহাদ হাকিম বলেন, বৈঠকে স্থির হয়েছে, ছাদের সিঁড়ি কোনভাবেই আটকানো যাবে না ও সিঁড়ি খোলা রাখতে হবে। রুফ টপে কোনরকম গ্যাস সিলিন্ডার বা কেরোসিন স্টোভ এর মতো দাহ্য সামগ্রী রাখা যাবে না।
Site Admin | August 28, 2025 11:47 AM
শহর কলকাতায় কোনো হোটেলে ৫০ শতাংশ রুফ টপ ব্যবহারের অনুমতি দেওয়া হবে বলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর সভার মেয়র জানিয়েছেন।
