মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 9, 2025 7:24 PM

printer

শহরে পথ দুর্ঘটনা কমাতে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

শহরে পথ দুর্ঘটনা কমাতে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতার বিভিন্ন রুটে  কিছু বেসরকারি বাসে  কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফে আজ ব্লাইন্ড স্পট লুকিং গ্লাস লাগানো হয়েছে। কলকাতার বিবাদী বাগ বাসস্ট্যান্ডে আয়োজিত এক  অনুষ্ঠানে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক শ্রীকান্ত জগন্নাথরাও বলেনশহরে যেসব পথদুর্ঘটনা ঘটছে তার অধিকাংশই বাসচালকদের ব্লাইন্ড স্পট অঞ্চল দেখতে না পাওয়ার কারণে। আগামী দিনে কলকাতা পুলিশের ২৬টি ট্রাফিক গার্ডের মাধ্যমে এই ব্লাইন্ড স্পট মিররগুলি দেওয়া হবে। সেই গুলি যথাযথভাবে যাতে বিভিন্ন রুটের বাসগুলিতে লাগানো হয় সেইজন্য তিনি বাস-মালিক সংগঠনগুলির কাছে আবেদন জানান।এদিকেপুলিশের তরফে এই ব্লাইন্ড স্পট মিরর লাগানোর প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন বেসরকারি বাস-মালিক সংগঠনগুলো।