May 31, 2025 3:59 PM

printer

শতাব্দী প্রাচীন কলকাতা মেডিক্যাল কলেজ দেশের শীর্ষ ১০ টি মেডিক্যাল কলেজের তালিকায় স্থান পেয়েছে।

শতাব্দী প্রাচীন কলকাতা মেডিক্যাল কলেজ দেশের শীর্ষ ১০ টি মেডিক্যাল কলেজের তালিকায় স্থান পেয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউশ্যানাল র‍্যাঙ্কিং ফ্রেম ওয়ার্ক – IIRF এর ২০২৪-এ সর্বভারতীয় র‍্যাঙ্কে কলকাতা মেডিক্যাল কলেজ নবম স্থান অর্জন করেছে।

এই তালিকায় অন্যান্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে দিল্লির AIIMS, ভেলোরের CMC, চণ্ডীগড়ের PGI, বেঙ্গালুরুর NIMHANS, কর্ণাটকের SDM College of Medical Sciences, মাদ্রাজ মেডিক্যাল কলেজ, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের Institute of Medical Sciences, লখনউয়ের SGPGIMS এবং পুদুচেরির JIPMER।