শক্তিশালী নীতি রূপায়ণ ও লগ্নি বৃদ্ধির ফলে সামুদ্রিক শক্তি হিসেবে ভারত এক বিশেষ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। নতুন দিল্লিতে সামুদ্রিক আর্থিক সহায়তা সম্মেলন ২০২৫য়ে বক্তব্য রাখতে গিয়ে গতকাল তিনি বলেন, দেশের বন্দরগুলির দক্ষতা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ১০০ শতাংশ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের দরজা খুলে দিয়ে ভারত সামুদ্রিক ক্ষেত্রে বর্তমানে বিনিয়োগের অন্যতম আকর্ষণস্থল হয়ে উঠেছে।
বন্দর, উপকূলীয় পরিকাঠামো ও অভ্যন্তরীণ জলপথের উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়াতে ও মূলধন খরচ কমাতে একটি নির্দিষ্ট মিশ্র আর্থিক ব্যবস্থা, সামুদ্রিক উন্নয়ন তহবিল বা Maritime Development Fund য়ের কথাও সম্মেলনে ঘোষণা করা হয়।