মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 28, 2024 9:46 PM

printer

শক্তিশালী টাইফুন শানশান ক্রমশ জাপানের দিকে এগিয়ে আসায় সেদেশের আবহাওয়া দপ্তর – জে এম এ, ঝড় ও উঁচু ঢেউয়ের জরুরী সতর্কতা জারী করেছে।

শক্তিশালী টাইফুন শানশান ক্রমশ জাপানের দিকে এগিয়ে আসায় সেদেশের আবহাওয়া দপ্তর – জে এম এ, ঝড় ও উঁচু ঢেউয়ের জরুরী সতর্কতা জারী করেছে। কাগোশিমা এবং মিয়াজাকিতে প্রবল ঝড়ের পাশাপাশি রেকর্ড ভাঙা বৃষ্টি হতে পারে। আজ দুপুর নাগাদ বছরের দশম টাইফুনটি ইয়াকুশিমা দ্বীপের ৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ – পশ্চিমে অবস্থান করছি। ক্রমে তা উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ঝড়বৃষ্টির পাশাপাশি তীব্র বেগে হাওয়া, ভূমিধ্বস এবং নদী ছাপিয়ে জল উপচে পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।