মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 30, 2025 9:54 PM

printer

লৌহ মানব  সর্দার  বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে জাতীয় একতা দিবসে আগামীকাল  গুজরাটের কেভাড়িয়ায় এক বর্ণাঢ্য ঐক্য কুচকাওয়াজের আয়োজন করা হচ্ছে,

লৌহ মানব  সর্দার  বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে জাতীয় একতা দিবসে আগামীকাল  গুজরাটের কেভাড়িয়ায় এক বর্ণাঢ্য ঐক্য কুচকাওয়াজের আয়োজন করা হচ্ছে, যা এক ভারত শ্রেষ্ঠ ভারতের বার্তাকেই তুলে ধরবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ, পাটনায় এক সাংবাদিক সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করবেন।  দিল্লীর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের ধাঁচে হবে এই অনুষ্ঠান। সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, এ বছর   সর্দার  বল্লভ ভাই প্যাটেলের  ১৫০ তম জন্ম বার্ষিকী। তাই প্রতিটি রাজ্য, জেলা, স্কুল ও বিশ্ববিদ্যালয়ে এই একতা দৌড়ের আয়োজন করা হচ্ছে। প্রত্যেক নাগরিক যাতে এই দৌড়ে সামিল হন, তিনি সকলের প্রতি সেই আর্জি জানান।                          

তিনি আরও জানান, প্রতি বছর ৩১ শে অক্টোবর একতা নগরে এই  প্যারেড বা কুচকাওয়াজের আয়োজন করা হবে। কেন্দ্রীয় সশস্ত্র আধা সামরিক বাহিনী, বিভিন্ন রাজ্যের পুলিশের দল এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা এতে অংশ নেবেন।    পুলিশ বাহিনীর অসাধারণ সাহসিকতা ও আত্ম ত্যাগের স্বীকৃত স্বরুপ এই কুচকাওয়াজ উৎসর্গ করা হবে তাদের উদ্দেশে।  
অমিত শাহ আরও বলেন, ভগবান বিরসা মুন্দার জন্ম বার্ষিকী উপলক্ষে আগামী পয়লা নভেম্বর থেকে ১৫ ই নভেম্বর পর্যন্ত ভারত পর্বের আয়োজন করা হবে। শেষ দিন অর্থাৎ ১৫ ই নভেম্বর হবে জন জাতীয় গৌরব দিবস। এতে আদিবাসী সংস্কৃতি, পোশাক আশাক, খাবার  ও সঙ্গীতের বিভিন্ন দিক তুলে ধরা হবে।