লোকসভায় ২০২৫-এর ভারতীয় বন্দর বিল, আজ পাশ হয়েছে। বন্দর, তার বিকাশ, ভারতীয় উপকূল রেখার সম্ভাব্য সর্বোচ্চ সদ্বব্যবহার, সহজে সমুদ্র বাণিজ্য করা সহ এক্ষেত্রে যেসব আইন রয়েছে, সেগুলিকে সুসংহত করতেই নতুন এই বিল আনা হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যেসব নীতি নির্দেশিকা ও আইন রয়েছে, তার সঙ্গে সঙ্গতি রেখে যাবতীয় বিবাদ নিষ্পত্তিও এই নতুন বিল অনুযায়ী আরো সুষ্ঠূভাবে করা যাবে।
এই বিল নিয়ে বিতর্কের উত্তরে বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনে ওয়াল বলেন, একবিংশ শতাব্দীতে ভারতীয় সমুদ্র বাণিজ্য ক্ষেত্রকে আরো সময়োপযোগী করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।