লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হচ্ছেন, অভিষেক ব্যানার্জী। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্হলাভিষিক্ত হলেন। আজ সাংসদদের নিয়ে এক বৈঠকে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জী এই সিদ্ধান্তের কথা জানান।
এদিকে, লোকসভায় দলের মুখ্য সচেতক পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়েছেন। পদত্যাগের কারণ ব্যাখ্যা করে কল্যাণবাবু জানিয়েছেন, সংসদীয় দলের সদস্যদের মধ্যে সমন্বয়ে অভাব নিয়ে প্রশ্ন ওঠায় তিনি পদত্যাগ করলেন। এরই মধ্যে শ্রীরামপুরের এই তৃণমূল কংগ্রেস সাংসদ, এক্স হ্যান্ডেলে কৃষ্ণনগরের সাংসদ মহুহা মৈত্রের প্রতি তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন, মহুয়া দেবীর অবমাননাকর ভাষা ব্যবহার নিয়ে দলকে জানানো হলেও দলের তরফে তার বিরুদ্ধে কোন ব্যবস্হা নেওয়া হয়নি।