লোকসভায় ছাড়পত্র মেলার পর রাজ্যসভাতে আজ ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওয়াকফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা ঐতিহাসিক স্থানগুলিকে সুরক্ষিত রাখা এবং সামাজিক সুরক্ষার প্রসারের কথা মাথায় রেখে এই সংশোধনী বিল আনা হয়েছে। পাশাপাশি ওয়াকফ বোর্ড, স্থানীয় প্রশাসনের কাজকর্ম এবং অংশীদারদের অধিকার রক্ষায় যাতে স্বচ্ছতা বৃদ্ধি পায়, সেদিকে নজর রাখা হয়েছে এই বিলে। মুসলমান সম্প্রদায়ের মহিলা বিশেষত বিধবা ও বিবাহ বিচ্ছিন্নাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা পরিবর্তনেরও সংস্থান রয়েছে এই বিলে। রাজ্যসভায় বিলটি পেশ করে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, যৌথ সংসদীয় কমিটি এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে বিস্তারিত আলোচনার পরই বিলটি নিয়ে আসা হয়েছে। তিনি বিরোধী দলগুলিকে এই বিলটিকে সমর্থনের আর্জি জানান। শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের মানুষই ওয়াকফের সুবিধা পেতে পারেন, অমসুলমান নন, বিরোধীদের এই দাবিকেও খারিজ করেছেন তিনি।
উল্লেখ্য লোকসভায় গতরাতে দীর্ঘ আলোচনার পর বিলটি অনুমোদন পেয়েছে।
Site Admin | April 3, 2025 4:53 PM
লোকসভায় ছাড়পত্র মেলার পর রাজ্যসভাতে আজ ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
