লোকসভায় গতকাল মণিপুর পণ্য ও পরিষেবা কর সংশোধনী বিল ২০২৫ পাশ হয়েছে। ২০১৭র মণিপুর পণ্য ও পরিষেবা কর আইনকে সংশোধন করা হয়েছে এই বিলে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলাকালীন এ ব্যাপারে আনা একটি অধ্যাদেশের বদলে নতুন বিলটি আনা হয়েছে। রাজ্যে জি এস টি পর্ষদের দীর্ঘদিনের অনুমোদিত নির্দেশগুলি কার্যকর করতে বিলটি পাশ করানো সাংবিধানিক প্রয়োজন।
সংসদের নিম্নকক্ষ, মণিপুর অ্যাপ্রোপ্রিয়েশন বিল ২০২৫ এও ছাড়পত্র দিয়েছে।