লোকসভার স্পিকার ওম বিড়লা আজ রাজস্থানের কোটা, বুন্দি এবং সমগ্র হাদোতি অঞ্চলের পরিচয় আরও শক্তিশালী করার জন্য সকলকে সম্মিলিত দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। নয়াদিল্লিতে ষষ্ঠ হাদোতি মিলন সম্মেলনে ভাষণ দিতে গিয়ে লোকসভার স্পিকার জাতীয় উন্নয়নে হাদোতি অঞ্চলের অবদানের কথা তুলে ধরেন এবং আশ্বস্ত করেন যে সরকার সর্বদা এই অঞ্চলের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তিনি আরও উল্লেখ করেন যে এই অঞ্চলের মানুষ শিক্ষা, প্রশাসন, বাণিজ্য এবং প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে জাতির জন্য গৌরব বয়ে আনছে।, শ্রী বিড়লা আরও বলেন যে এই সম্মেলন কেবল একটি সামাজিক অনুষ্ঠান নয় বরং ভারতের ঐতিহ্য, ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণের একটি সংকল্প।
Site Admin | October 4, 2025 9:36 PM
লোকসভার স্পিকার ওম বিড়লা আজ রাজস্থানের কোটা, বুন্দি এবং সমগ্র হাদোতি অঞ্চলের পরিচয় আরও শক্তিশালী করার জন্য সকলকে সম্মিলিত দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।