মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 30, 2025 8:51 AM

printer

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ধর্মশালার তপোবনে আজ, কমনওয়েলথ সংসদীয় সভা(CPA)র জোন ২য়ের বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ধর্মশালার তপোবনে আজ, কমনওয়েলথ সংসদীয় সভা(CPA)র জোন ২য়ের বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন। দিল্লী, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব এই জোনের অন্তর্গত। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ক্ষমতায়ন, সুঅভ্যাস গড়ে তোলা এবং সমকালীন বিশ্বে প্রশাসনিক ও সংসদীয় কার্যকলাপের উদ্ভাবনী পদ্ধতির অন্বেষণের লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের মূল ভাবনা হলোঃ ডিজিটাল যুগে সুপ্রশাসনঃ সম্পদ ব্যবস্থাপনা, গণতন্ত্র রক্ষা ও উদ্ভাবন।

উল্লেখ্য, কমনওয়েলথ সংসদীয় সভা(CPA) হলো সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।