লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ধর্মশালার তপোবনে আজ, কমনওয়েলথ সংসদীয় সভা(CPA)র জোন ২য়ের বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন। দিল্লী, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব এই জোনের অন্তর্গত। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ক্ষমতায়ন, সুঅভ্যাস গড়ে তোলা এবং সমকালীন বিশ্বে প্রশাসনিক ও সংসদীয় কার্যকলাপের উদ্ভাবনী পদ্ধতির অন্বেষণের লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের মূল ভাবনা হলোঃ ডিজিটাল যুগে সুপ্রশাসনঃ সম্পদ ব্যবস্থাপনা, গণতন্ত্র রক্ষা ও উদ্ভাবন।
উল্লেখ্য, কমনওয়েলথ সংসদীয় সভা(CPA) হলো সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন।