লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন,পরিচ্ছন্ন ও সবুজ ভারত গড়ে তুলতে মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন,ভারতীয়দের পরিবেশের প্রতি শ্রদ্ধা,শুধুমাত্র বিশ্বাস নয়,তা জীবনের অবিচ্ছেদ্য অংশ। নতুন দিল্লিতে বিপ্লবী সোহন সিংহের জন্মবার্ষীকির এক অনুষ্ঠান আজ তিনি ভাষণ দেন। তিনি বলেন, ভারতের ঐতিহ্য,ধর্মগ্রন্থ এবং লোকগাথায় মানুষ এবং প্রকৃতির চিরাচরিত সম্পর্কের কথা উল্লেখিত রয়েছে। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে শ্রী বিড়লা বলেন,পরিবেশগত ভারসাম্যহীনতা মানুষের আচরনের উপর নির্ভর করে। আগামী প্রজন্মের স্বার্থে পরিবেশ রক্ষা করতে ভারতীয়দের মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি জানান। বিপ্লবী সোহন সিং’য়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
Site Admin | October 25, 2025 10:05 PM
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন,পরিচ্ছন্ন ও সবুজ ভারত গড়ে তুলতে মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
 
		 
									 
									 
									 
									