মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 12, 2024 7:05 PM

printer

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৪৯ তম অধিবেশনে সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৪৯ তম অধিবেশনে সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামীকাল থেকে জেনেভায় এটি শুরু হবে। চলবে এ মাসের ১৭ তারিখ পর্যন্ত। এবারের অধিবেশনের থিম, শান্তিপূর্ণ ও সুসংহত ভবিষ্যতের লক্ষ্যে বিজ্ঞান প্রযুক্তি ও উদ্বোধনী ক্ষমতাকে আরো কাজে লাগানো। আইপিইউ এর গভর্নিং কাউন্সিলর বৈঠকে তিনি অংশ নেবেন। এছাড়াও ১৪ তারিখ জেনেভায় সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গেও তিনি দেখা করবেন। এর পাশাপাশি অন্যান্য দেশের সংসদের অধ্যক্ষদের সঙ্গেও তিনি দেখা করবেন। লোকসভার অধ্যক্ষের নেতৃত্বে ওই প্রতিনিধিদলে থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিং, সংসদের উভয় কক্ষের সেক্রেটারি জেনারেল এবং সংসদের অন্যান্য সদস্যরা।