December 9, 2025 8:58 PM

printer

লোকসভায় নির্বাচনী ব্যবস্থার সংস্কার সংক্রান্ত আলোচনায় আইন ও বিচারমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল বলেছেন মোদী সরকারের আমলে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ সংরক্ষণ স্বীকৃত হয়েছে

লোকসভায় নির্বাচনী ব্যবস্থার সংস্কার সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে। আলোচনার সূত্রপাত করে আইন ও বিচারমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল বলেন, কংগ্রেস আমলে বহুবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর হয়েছে, কিন্তু এই আমলে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই তারা নানা রকম প্রশ্ন তুলতে শুরু করেছে। তিনি নির্বাচন ব্যবস্থার প্রশংসা করে বলেন, স্বাধীনতার পর থেকে দেশে প্রত্যেকের ভোটাধিকারের ব্যবস্থা করা হয়েছে।শুধু তাই নয়, নরেন্দ্র মোদি সরকারের আমলে নারী শক্তি বন্দন অভিজ্ঞানম আইন পাশ হয়েছে। এর ফলে সংসদ ও বিভিন্ন রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ সংরক্ষণ স্বীকৃত হয়েছে।

আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, ভোটার তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার দেখা গিয়েছে।তিনি অভিযোগ করেন, বিজেপি জাতীয় স্বার্থের তুলনায় ভোটের স্বার্থকেই বেশি জোর দেয়।

বিতর্ক চলাকালীন বিজেপির নিশিকান্ত দুবে অভিযোগ করেন, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা অনুপ্রবেশকারীদের ভোটে জেতে।