মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 26, 2024 9:55 PM

printer

লোকসভায় আজ ২০২৪-২৫ এর কেন্দ্রীয় বাজেট এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের বাজেট নিয়ে ফের আলোচনা হয়েছে।

লোকসভায় আজ ২০২৪-২৫ এর কেন্দ্রীয় বাজেট এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের বাজেট নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। আলোচনায় অংশ নিয়ে বিজেপির যুগল কিশোর বলেন, এই বাজেট অর্থনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ এবং মানুষের পক্ষে উপকারী প্রমাণিত হবে। তিনি বলেন, বাজেটে পরিকাঠামো, কৃষি, দক্ষতা, কর্মসংস্থান, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী বছরগুলিতে লক্ষ লক্ষ যুবক-যুবতীকে দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে। জম্মু ও কাশ্মীরের বাজেট সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, এটি কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নতি ও উন্নয়ন নিশ্চিত করবে। পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেছেন, নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদে সরকার দেশকে আত্মনির্ভর করে তোলার জন্য নিরন্তর কাজ করে চলেছে। এই বাজেট বিহার ও অন্ধ্রপ্রদেশ কেন্দ্রিক বলে বিরোধীদের দাবিকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন।

            কংগ্রেসের জয় প্রকাশ অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার হরিয়ানার বকেয়া প্রকল্পগুলিকে গুরুত্ব দিচ্ছে না। কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি উত্থাপন করে তিনি বলেন, সরকার বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করলেও বেশ কয়েকটি কৃষক সংগঠনকে তাতে জায়গা দেওয়া হয়নি।

আম আদমি পার্টির গুরমীত সিং মিত হায়ার অভিযোগ করে বলেন, যুবা সম্প্রদায়, মহিলা, কৃষক কিংবা দরিদ্র, কেউই এই বাজেট থেকে উপকৃত হবেন না। সরকার IIM, IIT র মতো প্রতিষ্ঠানের বরাদ্দ কমিয়ে দিয়েছে বলেও তাঁর অভিযোগ।

            শিরোমণি অকালি দলের হরসিমরত কৌর বাদল অভিযোগ করেছেন যে বাজেট মুদ্রাস্ফীতির কবলে পড়া কৃষকদের সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বন্যার জন্য হিমাচল প্রদেশকে সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু বাজেটে পাঞ্জাবকেও একই সহায়তা দেওয়া উচিত ছিল।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।