মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 19, 2025 9:09 PM

printer

লেহ’তে আজ সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু, শ্রদ্ধাঞ্জলি পার্কে কুশক বাকুলা রিনপোচের মূর্তির আবরণ উন্মোচন করেন।

সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু আজ লেহ তে বলেছেন, অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে ও সীমান্তপারের সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কঠোর অবস্থান আন্তর্জাতিক মঞ্চে আরো জোরদারভাবে তুলে ধরতে কেন্দ্রীয় সরকার সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে পাঠাবার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসবাদীদের পরিকাঠামো ভেঙে দেওয়ার উদ্যোগ নেন। লেহ’তে আজ শ্রী রিজিজু, শ্রদ্ধাঞ্জলি পার্কে কুশক বাকুলা রিনপোচের মূর্তির আবরণ উন্মোচন করেন। কুশক বাকুলা রিনপোচে লাদাখের আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতা,যিনি আধুনিক লাদাখ গড়তে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।