মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 14, 2025 12:40 PM

printer

লেবাননের বেইরুটে ভারতীয় দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক গীতা মহোত্সব ২০২৫-এ ২০০ জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন।

লেবাননের বেইরুটে ভারতীয় দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক গীতা মহোত্সব ২০২৫-এ ২০০ জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। বেইরুটের লেবানিজ ন্যাশানাল থিয়েটারে সেদেশের ভারতীয় রাষ্ট্রদূত নূর রহমান শেখ, গীতা মহোত্সবের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, ভগবত গীতা শতাব্দীর পর শতাব্দী ধরে সততা, পবিত্রতার সদিচ্ছার বার্তা দিয়ে আসছে। ইউনেস্কো তাদের ওয়ার্ল্ড রেজিস্টার অফ মেমারিতে এই পবিত্র গ্রন্থটিকে স্থান দিয়েছে। বেইরুটের অনুষ্ঠানে ভগবত গীতার বিখ্যাত শ্লোকগুলিও আবৃতি করে শোনানো হয়।