লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা আজ উধমপুরের সেনাবাহিনীর উত্তর কমান্ডের নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি, লেফটেন্যান্ট জেনারেল এম ভি সুচেন্দ্র কুমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। লেফটেন্যান্ট শর্মা, এর আগে অপারেশন পবন, অপারেশন মেঘদূত, অপারেশন রক্ষক, অপারেশন পরাক্রম সহ ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানের সদস্য ছিলেন।
Site Admin | April 30, 2025 6:20 PM
লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা আজ উধমপুরের সেনাবাহিনীর উত্তর কমান্ডের নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
