বলিভিয়ার রাষ্ট্রপতি লুইস আলবার্তো আর্স ক্যাটাকোরা ৩ লক্ষ ডোজ হাম ও রুবেলা টিকা দান করার জন্য ভারত সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক বার্তায়, রাষ্ট্রপতি আর্স ভারতের এই সহায়তাকে সে-দেশের স্বাস্থ্যসংক্রান্ত জরুরী অবস্থা চলাকালীন সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই টিকাগুলি বলিভিয়ার ১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য গণ টিকাদান অভিযানকে ত্বরান্বিত করবে, সুরক্ষা প্রদানে সহায়তা করবে।
উল্লেখ্য, দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের ঘটনা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় গত ২৩ জুন বলিভিয়া তাদের দেশে জাতীয় স্বাস্থ্যসংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেছে। রোগ মোকাবিলায়, ভারত সরকার প্রয়োজনীয় আনুষঙ্গিক সরবরাহ সহ টিকা পাঠিয়ে তাৎক্ষণিকভাবে সহায়তা প্রদান করে।