July 3, 2025 10:10 PM

printer

লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জোটা এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জোটা এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।পর্তুগালের নাগরিক এই ফরোয়ার্ডের ভাই আন্দ্রে সিলভাও প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায়। স্পেনের জামোরা প্রদেশের কাছে জোটার ল্যাম্বোরগিনি গাড়ির টায়ার ফেটে সেটি উল্টে গেলে তাতে আগুন ধরে যায়।



গত মরশুমে লিভারপুলের প্রিমিয়ার লীগ খেতাব জয়ে দিয়োগো জোটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। নেসেন্স লিগের ফাইনালে তিনি পর্তুগালের হয়ে স্পেনের বিপক্ষে মাঠে নামেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।