লিডসের হেডিংলিতে তেন্ডুলকার – অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ভারত ইংল্যান্ডের সামনে ৩৭১ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। গতকাল ম্যাচের চতুর্থ দিনে ভারতের দ্বিতীয় ইনিংস ৩৬৪ রানে শেষ হয়। কে এল রাহুল ১৩৭, ঋষভ পন্থ ১১৮ রান করেন। ইংল্যান্ডের হয়ে ব্রাইডন কার্স , জশ টং তিনটি করে উইকেট নেন।
জয়ের জন্য ৩৭১ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দিনের শেষে বিনা উইকেটে ২১ রান করে। জ্যাক ক্রলি ১২, বেন ডাকেট ৯ রান করে অপরাজিত আছেন।
উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে ৪৭১ রানের জবাবে, ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিলো ৪৬৫ রান।
এদিকে ঋষভ পন্থ ভারতের প্রথম উইকেট রক্ষক ব্যাটার হিসেবে কোনো টেস্ট ম্যাচে দুই ইনিংসে শতরান করার নজির গড়েছেন। হেডিংলিতে গতকাল ভারতের দ্বিতীয় ইনিংসে শতরান করে তিনি এই নজির গড়েন। প্রথম ইনিংসে ১৩৪ রান করার পর, দ্বিতীয় ইনিংসে ১১৮ রান করেন ঋষভ তিনি।
বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় উইকেট রক্ষক ব্যাটার হিসেবে পন্থ এই নজির গড়লেন। এর আগে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে ১৪২ ও অপরাজিত ১৯৯ রান করে এই নজির গড়েছিলেন। ভারতের সপ্তম ব্যাটার হিসেবে টেস্ট ম্যাচে দুই ইনিংসেই শতরান করলেন ঋষভ। ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় ব্যাটারের এই নজির প্রথম।