September 25, 2025 5:41 PM

printer

লাদাখ-কে ষষ্ঠ তপশিলের আওতায়ভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গতকাল লেহ্-তে হিংসাত্মক আন্দোলনের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে

লাদাখ-কে ষষ্ঠ তপশিলের আওতায়ভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে  গতকাল লেহ্-তে হিংসাত্মক আন্দোলনের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন ব্যবসায়িক অ শিক্ষাপ্রতিষ্ঠান নিষেধাজ্ঞার কারণে আজ বন্ধ ছিল। যান চলাচলের ওপরেও বেশ কিছু জায়গায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উদ্ভুত পরিস্থিতির মোকাবিলায় লাদাখের উপরাজ্যপাল কবীন্দর গুপ্ত আজ এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। সেখানে তিনি শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজনীয় নজরদারি চালিয়ে যাওয়ার কথাও জানান।