লাদাখে, স্পিথুক মঠে দুই দিনের বার্ষিক সন্ন্যাস উৎসব আজ থেকে শুরু হয়েছে। বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও বিজয়ের জন্য দেবতা ও দেবীর সম্মানে এক সপ্তাহব্যাপী প্রার্থনা ও অনুষ্ঠানের পর এই উৎসব পালিত হয়।
স্পিথুক মঠের এই উৎসব হল লাদাখের বছরের প্রথম সন্ন্যাস উৎসব। আশীর্বাদের জন্য দেবতাদের প্রার্থনা এই উৎসবের প্রধান আকর্ষণ বলে মনে করা হয়।