মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 3, 2024 9:37 PM

printer

লাদাখে, কার্গিলের কাবাডি নালা এলাকায় ভূমিধসের ফলে আজ ভোরে একটি বাড়ি ধসে পড়লে ১২ জন আহত হন।

লাদাখে, কার্গিলের কাবাডি নালা এলাকায় ভূমিধসের ফলে আজ ভোরে একটি বাড়ি ধসে পড়লে ১২ জন আহত হন।  আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে কার্গিলের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

      কার্গিলের মুখ্য কার্যনির্বাহী কাউন্সিলর (সিইসি) ডঃ জাফর আখোনে, ডেপুটি কমিশনার বালাসাব সুসে, এবং সিনিয়র পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি  পর্যাণলচনা্র    জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতদের অবস্থা খতিয়ে দেখতে তাঁরা জেলা হাসপাতালেও যান।কার্গিলের ডেপুটি কমিশনার বালাসাব সুসে জানিয়েছেন ধসের কারণ অনুসন্ধানের জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করা হবে। এদিকে, দ্রততার সাথে  ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। রেড ক্রস গুরুতর আহতদের সহায়তা দিচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় যানবাহনগুলিকে জাতীয় সড়ক থেকে বাইপাসের দিকে পাঠিয়ে দেওয়া হয়। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।