মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 19, 2025 7:08 PM

printer

লাদাখের UPSC সিভিল সার্ভিস পরীক্ষার মেধাবী পরীক্ষার্থীদের বিশেষ গুনমানসম্পন্ন শিক্ষাগত প্রশিক্ষণ দিতে এবং মেধা ভিত্তিক বৃত্তি প্রদানের জন্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা REWA 2.O প্রকল্পের  সূচনা করেছেন।

লাদাখের UPSC সিভিল সার্ভিস পরীক্ষার মেধাবী পরীক্ষার্থীদের বিশেষ গুনমানসম্পন্ন শিক্ষাগত প্রশিক্ষণ দিতে এবং মেধা ভিত্তিক বৃত্তি প্রদানের জন্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা REWA 2.O প্রকল্পের  সূচনা করেছেন। এই প্রকল্পের  লক্ষ্য, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রতিভাবান পরীক্ষার্থীদের আকৃষ্ট করা যারা সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে  সরকারি ক্ষেত্রে যোগ দিতে পারবেন এবং একইসঙ্গে দেশের সেবা করবেন।  গতকাল চালু হওয়া এই উদ্যোগের মাধ্যমে, লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন, আসন্ন UPSCর  প্রতি  প্রিলিমিনারি পরীক্ষার্থীকে  ছয় মাসের জন্য প্রশিক্ষণ ফি এবং থাকার ব্যবস্থা সহায়তার জন্য  ১.১৮ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করবে।

উল্লেখ্য, লেহ এবং কার্গিল , উভয় জেলা থেকে ৪০ জন পরীক্ষার্থী  নিয়ে মোট ৮০ জনকে এই প্রকল্পের  জন্য নির্বাচিত করা হবে।  সেইসঙ্গে প্রকল্পে  প্রশাসন উভয় জেলা থেকে  বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির জন্য কমপক্ষে একটি করে  আসন নিশ্চিত করার ব্যবস্থা করেছে।  অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, লেফটেন্যান্ট গভর্নর বলেন, এই প্রকল্পটি লাদাখের UPSC প্রার্থীদের জন্য সহায়ক হবে।

উচ্চশিক্ষা কমিশনার সচিব ভানু প্রভা, যিনি এই প্রকল্পে যোগ্যতার মান নির্ধারণ উপস্থাপন করেছেন, তিনি বলেন, REWA 2.O প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা গ্রহণকারী পরীক্ষার্থীদের আসন্ন UPSC  সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৬ বছরের মধ্যে  হতে হবে।