লাদাখের লেহতে গুরুতর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি পদক্ষেপের জেরে চারজনের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রক বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। লেহে শহরে গুরুতর আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরির পর গত মাসের ২৪ তারিখে এই ঘটনা ঘটে। বিচার বিভাগীয় তদন্ত পরিচালনা করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি এস চৌহান। বিচার বিভাগীয় সচিব হিসেবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহন সিং পরিহার এবং প্রশাসনিক সচিব হিসেবে তুষার আনন্দও তাঁকে সহায়তা করবেন।
Site Admin | October 18, 2025 8:40 AM
লাদাখের লেহতে গুরুতর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি পদক্ষেপের জেরে চারজনের মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রক বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে