লাগামছাড়া বায়ু দূষণ রোধে দিল্লি সরকার, ‘ক্লাউড সিডিং’ বা মেঘ সঞ্চারণ পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা করেছে। দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং শিরষা, একথা জানিয়েছেন।
আগামী মাসের চার থেকে ১১’ই জুলাই-এর মধ্যে কৃত্রিম বৃষ্টি করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এবিষয়ে যাবতীয় পরিকল্পনা করেছে IIT কানপুর ও ভারতীয় আবহাওয়া দপ্তর।