মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

June 3, 2025 7:19 PM

printer

লাগাতার বর্ষণের জেরে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

লাগাতার বর্ষণের জেরে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আসামে বন্যা পরিস্থিতি গত ২৪ ঘণ্টায় আরও ভয়াবহ হয়েছে। ২১ টি জেলার ৫ লক্ষেরও বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, বন্যা এবং ভূমি ধসের ফলে ১১ জন প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তব বিশ্ব শর্মার সঙ্গে রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ত্রাণ ও পুনর্বাসনে পূর্ণ সহায়তা করবে।

লাচেনের চাতেনে, ব্যাপক ভূমি ধ্বসের ফলে সেনা বাহিনীর একটি ক্যাম্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর শ্রী মোদী সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং-এর সঙ্গেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

ভারতীয় বিমান বাহিনী সিকিমে ত্রাণ ও উদ্ধারের কাজ শুরু করেছে। উত্তর সিকিমের চাতেনে আটকে পড়া পর্যটকদের একটি দলকে তারা উদ্ধার করেছে। 

ভারতীয় আবহাওয়া দফতর – উত্তর-পূর্ব ভারতে কমলা সতর্কতা জারি করেছে। আবহাওয়া বিজ্ঞানী ডক্টর আর কে জেনামনি আজ আকাশবাণী সংবাদকে জানিয়েছেন, আগামী দু-দিন ওই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।