লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ১৪৪ রান করেছে। আলেক্স ক্যারে ৪৩ রান করেন। অপরাজিত রয়েছেন মিচেল স্টার্ক ও নাথান লিয়ন। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা ও লুঙ্গি এনগিডি তিনটি করে উইকেট নেন। এর আগে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৩৮ রানে শেষ হয়ে যায়। প্যাট কামিন্স ছয়টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়া এখন দক্ষিণ আফ্রিকার চেয়ে ২১৮ রানে এগিয়ে আছে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ২১২ রান।
Site Admin | June 13, 2025 11:42 AM
লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ১৪৪ রান করেছে
