মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 22, 2025 8:10 AM

printer

লন্ডনের হিথরো বিমানবন্দরের কাছে বৈদ্যুতিক সাব্ স্টেশনে লাগা বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আসার পর সেখানে বিমান চলাচল শুরু হয়েছে।

লন্ডনের হিথরো বিমানবন্দরের কাছে বৈদ্যুতিক সাব্ স্টেশনে লাগা বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আসার পর সেখানে বিমান চলাচল শুরু হয়েছে। হিথরো বিমানবন্দরের প্রধান কার্যনির্বাহী টমাস ওল্ড বাই বলেছেন, আজ থেকে সেখানে আবার পুরোদমে উড়ান চলাচল শুরু হবে।
অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় গতকাল মধ্যরাত পর্যন্ত ২৪ ঘন্টার জন্য বিমানবন্দরের সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়। বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে উড়ান সহ সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েন হাজার হাজার যাত্রী।
বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম লন্ডনের ওই সাব্ স্টেশনে আগুন লাগার পর বিমানবন্দর সহ ১৬ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে। বিমানবন্দরের কর্মীরা রাতভর নিরলস চেষ্টা করে ওই বিদ্যুৎ সংযোগ পুনঃস্হাপন করেন।
এদিকে, হিথরো বন্ধ থাকার প্রভাব পড়ে বিশ্বব্যাপী উড়ান চলাচলেও। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে যাতায়াতকারী অন্তত ১ হাজার ৩৫০ টি বিমান বাতিল করা হয়। উড়ান উপদেষ্টা জন স্ত্রিক ল্যান্ড বলেছেন, এই পরিস্থিতি কাটিয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। উড়ান চলাচলে এই বিপর্যয়কে তিনি ৯/১১ র বিমান হানা পরবর্তী পরিস্থিতির সঙ্গেও তুলনা করেন।
এদিকে, ব্রিটিশ শক্তিমন্ত্রী এড মিলিব্যান্দ এই আগুনকে নজির বিহীন হিসেবে অভিহিত করেন। কি কারণে এই আগুন লাগলো পুলিশ তা খতিয়ে দেখছে।