July 1, 2025 10:39 AM

printer

লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে উইম্বলডন ওপেন টেনিস প্রতিযোগিতায় দুবারের বিজয়ী স্পেনের কার্লোস আলকারাজ, ইতালির ফ্যাবিও ফোগনিনিকে ৩-২-এ পরাজিত করে পুরুষদের সিঙ্গেলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।

লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে উইম্বলডন ওপেন টেনিস প্রতিযোগিতায় দুবারের বিজয়ী স্পেনের কার্লোস আলকারাজ, ইতালির ফ্যাবিও ফোগনিনিকে ৩-২-এ পরাজিত করে পুরুষদের সিঙ্গেলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।  আগামীকাল তিনি ব্রিটেনের অলিভার টারভেটের মুখোমুখি হবেন।

মহিলাদের সিংগেলসে আমেরিকার কোকো গউফ আজ ইউক্রেনে ডায়ানা ইয়াস্ট্রেমস্কার বিরুদ্ধে খেলতে নামবেন।  

এদিকে, ভারত আগামীকাল পুরুষদের ডাবলসে অভিযান শুরু করবে। ভারতের রোহান বোপান্না, ইউকি ভামরি, শ্রীরাম বালাজি এবং ঋত্বিক চৌধুরী বল্লিপাল্লি আগামীকাল খেলতে নামবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।